• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

ষাট গম্বুজ বার্তা

বাংলাদেশ টেলিভিশন ভবন ঘেরাও-অগ্নিসংযোগ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪  

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রামপুরার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন ঘেরাওয়ের পর অগ্নিসংযোগ করেছেন। এ সময় অফিসের অনেকেই অবরুদ্ধ হয়ে পড়েন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত বিস্তারিত কিছুই জানা যায়নি।

বৃহস্পতিবার দুপুরের পরপরই এ ঘটনা ঘটে।

জানা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীরা টিভি সেন্টারের গেট ভেঙে ফেলেন। পরে তারা ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও আগুন দেন। 

এর আগে গতকাল বুধবার রাতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। এই কর্মসূচি বাস্তবায়নে বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এর মধ্যে রামপুরার বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন তারা। একপর্যায়ে সেখানে অবস্থিত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন ঘেরাওয়ের পর অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা