• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

ষাট গম্বুজ বার্তা

অজু করতে গিয়ে কুমির দেখে দীঘিতে ঝাঁপ, হাসপাতালে বৃদ্ধ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ জুন ২০২৪  

বাগেরহাটের খানজাহান আলী (র.) এর মাজারের দীঘিতে কুমিরের আক্রমণের শিকার হয়েছেন সেখাম আলী (৮৪) নামের এক দর্শনার্থী।

রোববার (২৩ জুন) বিকেলে এই ঘটনা ঘটে। বর্তমানে ওই বৃদ্ধ বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
 
আলমগীর হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘বিকেলে দীঘির ঘাটে অজু করতে নামেন সেখাম আলী। হঠাৎ কুমির দেখে ভয়ে পানির মধ্যে ঝাঁপ দেন তিনি। সঙ্গে সঙ্গে বৃদ্ধকে আক্রমণ করে কুমিরটি। ঘাটে থাকা অন্যরা তাকে উদ্ধার করে।’
 
তিনি আরও বলেন, ‘কুমিরের কামরে সেখাম আলীর দুই পা এবং উরুতে ক্ষত হয়েছে। পরে আমরা তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি।’

হাসপাতালের বিভাগীয় প্রধান ডা. ফারুকুজ্জামান বলেন, ‘কুমিরের আক্রমণে আহত সেখাম আলীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত। তবে সুস্থ হতে সময় লাগবে। তার ক্ষতস্থানে ড্রেসিংসহ পর্যায়ক্রমে প্রয়োজনীয় সব চিকিৎসা দেয়া হচ্ছে।’
 
এর আগেও বিভিন্ন সময় মাজারের দীঘিতে কুমিরের আক্রমণে দর্শনার্থী ও স্থানীয়রা আহত হয়েছেন। তাই দীঘিতে গোসল
ও ওজু করার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মাজারের প্রধান খাদেম ফকির শের আলী।
 
তিনি বলেন, ‘মাজারের দীঘিতে দীর্ঘদিন ধরে কুমির রয়েছে। সাধারণত মানুষকে আক্রমণ করে না। তবে মাঝে মধ্যে সুযোগ পেলে আক্রমণ করে বসে। এজন্য ওজু ও গোসল করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। এছাড়া যারা শুধু ওজু করবে তারা মাজার সংলগ্ন মসজিদের ওজু খানায় যেতে পারেন।’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা