• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

ষাট গম্বুজ বার্তা

ফকিরহাটে প্রসূতির পেটে ‘গর্ভফুল’ রেখেই সেলাই করে দিলেন চিকিৎসক

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৪ জুলাই ২০২৪  

ফকিরহাটে শিকদার ক্লিনিকে সিজারিয়ান অপারেশনে প্রসূতি মায়ের গর্ভে ফুল (প্লাসেন্টা বা গর্ভফুল) রেখেই সেলাই করার অভিযোগ উঠেছে চিকিৎসক অসীম কুমার সমাদ্দারের বিরুদ্ধে। তিনি বাগেরহাট জেলা সদর হাসপাতালে তত্বাবধায়কের দ্বায়িত্বে রয়েছেন।

ভুক্তভোগীর মা বলেন, গত ১০ জুন তার মেয়ে ইসরাত জাহান অন্তরা বাচ্চা প্রসবের জন্য ফকিরহাট উপজেলার ডাকবাংলা মোড়ে বেসরকারি শিকদার ক্লিনিকে ভর্তি হন। ডা. অসীম কুমার সমাদ্দার তার সিজার করেন। সিজারের পর ইসরাত জাহান ও তার নবজাতক শিশু বাড়ি ফিরে যান।

এর কিছুদিন পর তার সিজারের সেলাই কাটা হয়। সেলাই কাটার পর মেয়ের রক্তপাত বন্ধ হচ্ছিল না ও পেট ব্যথা অনুভব করছিল। একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে গত ১ লা জুলাই চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী আল্ট্রাসনোগ্রাম করান। সেখানকার রিপোর্টে দেখা যায় ইসরাত জাহান এর পেটে ফুল অপসারণ করা হয়নি।

এ বিষয়ে অভিযুক্ত ডা: অসীম কুমার সমাদ্দারের কাছে জানতে চাইলে তিনি সাক্ষাৎকার দিতে রাজি হননি।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার মাফিদুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তারা অবগত হয়েছেন এবং বাগেরহাট সিভিল সার্জনের নির্দেশ মোতাবেক ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করেছেন। তদন্ত রিপোর্ট ৭ কার্য দিবসের মধ‍্যে বাগেরহাট সিভিল সার্জন বরাবর পাঠাবেন বলে জানান।

ভুক্তভোগী পরিবার এ বিষয়ে অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা