• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে দুই প্রতিষ্ঠানে ১৭ হাজার টাকা জরিমানা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৮ জুলাই ২০২৪  

বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা ও নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে পানি উৎপাদন করায় বাগেরহাট খান জাহান আলী পিওর ড্রিংকিং ওয়াটারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

আজ রোববার (৭ জুলাই) দুপুরে শহরের বাসাবাটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। একই সময়ে বাগেরহাট শহরের নূর মসজিদ এলাকায় হুসাইনকে মেয়াদ উত্তীর্ণ আইসক্রিম বিক্রির অপরাধে ২ হাজার জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে কৃষি বিপণন অধিদফতরের প্রতিনিধি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।

বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেছেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযান পরিচালনাকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ওষুধ বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা