• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

ষাট গম্বুজ বার্তা

পরিবহনের ধাক্কায় ভ্যানগাড়িসহ খালে পড়ে কৃষকলীগ নেতা নিহত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪  

বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় আতিয়ার হোসেন খান (৫২) নামে এক কৃষকলীগ নেতা নিহত হয়েছেন।

নিহত আতিয়ার হোসেন খান উপজেলার বলইবুনিয়া গ্রামের ফজলুর রহমান খানের ছেলে ও দৈবজ্ঞহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

বুধবার (১৭ জুলাই) ভোর ৫টার দিকে ঢাকা থেকে শরণখোলাগামী পরিবহনের ধাক্কায় ভ্যানগাড়িসহ খালে পড়ে সে নিহত হয়। তার স্ত্রী ও ৫ সন্তান রয়েছে।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরমী রায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. আকরাম হোসেন শেখ বলেন, সকাল ৬টার দিকে কালিকাবাড়ি বাজার এলাকায় খাল থেকে আতিয়ার রহমানকে ভ্যানগাড়ি চাপা পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। পরে পুলিশের সহযোগীতায় উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় নিজের ভ্যানগাড়ি চালিয়ে কালিকাবাড়ি বাজারে যাবার সময় ঢাকা থেকে শরণখোলাগামী একটি পরিবহনের ধাক্কায় সে ভ্যানগাড়িসহ খালে পড়ে নিহত হয়।

তিনি আরও বলেন, আতিয়ার হোসেন দৈবজ্ঞহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক ও একজন আদর্শ কৃষক ও ডাব ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরমী রায় বলেন, আতিয়ার রহমানকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। তার মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন দেখা গেছে। তার মৃত্যুর কারণ হিসেবে সড়ক দুর্ঘটনা উল্লেখ করা হয়েছে জরুরি বিভাগের রেজিস্ট্রারে।

মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, আতিয়ার রহমানের মৃত্যুর বিষয়ে কারো কোনো অভিযোগ নেই এবং সড়ক দুর্ঘটনারও কোনো প্রমাণ পাওয়া যায়নি। সে কারণে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা